আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজত খানায় চেয়ারে বসে কাপড়েই মূত্রত্যাগ করেছেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া নোয়াখালীর আমীর আহম্মেদ ওরফে আমীর (৬৭)।মঙ্গলবার সকাল ১০ টার দিকে ট্রাইব্যুনালের হাজত খানায় এই ঘটনা ঘটে। পরে পরিচ্ছন্ন কর্মীরা তাকে পরিষ্কার করে ট্রাইব্যুনালের কাঠ গড়ায় উঠান। এ ব্যাপারে প্রসিকিউটর জাহিদ ইমাম সাংবাদিকদের জানান, নোয়াখালী থেকেগ্রেফতার তিনজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য হাজত খানায় বসিয়ে রাখা হয়েছিল। তাদের মধ্যে আমীর আহম্মেদ নামে একজন শারিরীক দুর্বলতার কারণে চেয়ারে বসেই প্রস্রাব করে কাপড় নষ্ট করে ফেলেন। পরে তাকে চেয়ারে বসিয়ে ধরাধরি করে কাঠগড়ায় উঠানো হয়।বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে কোনো আসামি অসুস্থ হলে তাকে হুইল চেয়ারে বসিয়ে আনার জন্য পুলিশের (আইজিপি) মহাপরিদর্শককে নির্দেশ দেন আদালত।এর পর শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন- আমীর আহম্মেদ ওরফে রাজাকার আমীর আলী, মো. ইউসুফ ও মো. জয়নাল আবদিন।আগামী ১৪ অক্টোবর এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত তিনজনকে হাজির করা হলে আন্তর্জতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এফএইচ/এসকেডি/আরআইপি
Advertisement