সাহিত্য

সাহিত্য চর্চার মাধ্যমে সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘সমাজের অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে শুধু রাজনৈতিক নেতাদের বক্তব্য যথেষ্ট নয়। এ জন্য আমাদের ভেতরে স্পর্শ করার মতো কিছু অপারেশন চালাতে হবে। সে অপারেশন হতে পারে কাব্য, গল্প, উপন্যাস তথা সাহিত্য চর্চার মাধ্যমে।’

Advertisement

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিক মিজান মালিকের লেখা কাব্যগ্রন্থ ‘গল্প ছাড়া মলাট’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক উন্নয়ন হলেও নৈতিকতা ও মূল্যবোধের জায়গায় আমরা পেছনের দিকে হাঁটছি। এই শঙ্কার জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আত্মোপলব্ধি দরকার। এজন্য সাহিত্য চর্চা করতে হবে। সাহিত্য চর্চার অস্ত্র নিপুণভাবে ব্যবহার করা যায়। এর শক্তি অনেক বেশি।’ শ ম রেজাউল করিম বলেন, ‘মনুষ্যত্বহীন জীবনের দিকে আমরা ধাবিত হচ্ছি। সমাজ ব্যবস্থা একটা বিপন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। শুধু রাজনীতিক বা সাংবাদিক নয় বরং আমরা সকলে এর জন্য দায়ী। এজন্য আমাদের জীবনে নৈতিকতা ও মূল্যবোধের মলাট দরকার। এই মলাট সকলে মিলে নিয়ে আসতে হবে। কবিতার মাধ্যমে যা বলা সম্ভব, তা বক্তৃতায় বলা যায় না। কবিতার দুটি লাইন দিয়ে যেভাবে আকৃষ্ট করা যায়, রাজনীতিবিদদের সারা দিনের ভাষণ দিয়ে তা করা যায় না।’

তিনি আরও বলেন, ‘সমাজ ও রাষ্ট্রের জন্য ন্যূনতম কিছু হলেও অবদান রাখা প্রয়োজন। সমাজে সকলের দায়িত্ব সমালোচনার মাধ্যমেই শেষ হতে পারে না। এজন্য গভীরে গিয়ে দৃষ্টিকে প্রসারিত করতে হবে। জীবনবোধকে উৎসারিত করতে হবে এবং নিজেদের মৌলিক সুকুমারবৃত্তিকে জাগ্রত করতে হবে। অনুভূতি ও চেতনাকে সুপ্তাবস্থা থেকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই সকল হতাশা কেটে যাবে।’

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, জিটিভি ও সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বার্তা সংস্থা ইউএনবির বাংলা বিভাগের প্রধান রাশেদ শাহরিয়ার, যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবুল খায়ের, বাংলাদেশ শিশু একাডেমির সাবেক পরিচালক আনজীর লিটন।

এইউএ/এসএইচএস/এমএস