অর্থনীতি

৪ লাখ ৬৫ হাজার টাকার ফ্রিজ আনল ট্রান্সকম

দেশের বাজারে ৪ লাখ ৬৫ হাজার টাকা দামের হিটাচি ব্র্যান্ডের নতুন রেফ্রিজারেটর নিয়ে এসেছে ট্রান্সকম ইলেকট্রনিকস। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) 'হিটাচি স্টার নাইট-২০২০' অনুষ্ঠানে নতুন মডেলের দুটি রেফ্রিজারেট উন্মোচন করা হয়। যার মধ্যে একটির দাম ৪ লাখ ৬৫ হাজার অন্যটি ২ লাখ ১০ হাজার টাকা।

Advertisement

রেফ্রিজারেটর দুটির মডেল হলো- আর-এম৮২০ভিএজি৯পিবিএক্স এবং হিটাচি আর-ডব্লিউবি৬৪০ভিওপিবি ৪ডি ফ্রেঞ্চ বটম।

অনুষ্ঠানে হিটাচির অংশীদার ট্রান্সকম ইলেকট্রনিকসের পক্ষ থেকে জানানো হয়, হিটাচি আর-এম৮২০ভিএজি৯পিবিএক্স মডেলের সাইড বাই সাইড রেফ্রিজারেটর। এ ফ্রিজে রয়েছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট, অত্যাধুনিক নকশা, শক্তিশালী ডিওডোরাইজেশন, বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি এবং ইকো মনিটরিং সেন্সর। বাজারে হিটাচি সাইড বাই সাইড এ ফ্রিজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৫ হাজার টাকায়।

হিটাচি আর-ডব্লিউবি৬৪০ভিওপিবি ৪ডি ফ্রেঞ্চ বটম ফ্রিজারে খাবার সতেজভাবে সংরক্ষণের জন্য রয়েছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট ফিচার, স্বয়ংক্রিয় দরজা, তিনগুণ শক্তিশালী ফিল্টারসহ ডিওডোরাইজেশন ও নান্দনিক নকশাসহ বাহ্যিক হাতলওয়ালা এলইডি। এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার টাকা।

Advertisement

অনুষ্ঠানে আরও জানানো হয়, ২০১৮ সালে বাংলাদেশে হিটাচির ৪০ শতাংশ প্রবৃদ্ধি ছিল, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ৫৬ শতাংশে। আগামীতে এটি ১০০ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

হিটাচি হোম ইলেকট্রনিকস এশিয়া-সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের বিজনেস প্ল্যানিংয়ের জেনারেল ম্যানেজার হিরোশি হোন্ডা বলেন, '২০২০ সালে বাংলাদেশের বাজারে ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে আমরা আরও বেশি বিনিয়োগ করতে চাই। নতুন মডেলের রেফ্রিজারেটর উন্মোচনের পাশাপাশি গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে আমরা দেশের বাজারে আরও বিস্তৃত ধরনের পণ্য আনব। এ বছর আমাদের মূল লক্ষ্য হচ্ছে, স্থানীয় চাহিদা পূরণে ব্যতিক্রমী হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আসা।'

ট্রান্সকম ইলেকট্রনিকসের ডিরেক্টর অপারেশন ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, 'ইলেকট্রনিকস পণ্যের ব্যবসার ক্ষেত্রে নতুন বাজার সৃষ্টি এবং ডিলার পয়েন্টে ৫৫ শতাংশ প্রবৃদ্ধিতে পৌঁছানোর মাধ্যমে আমরা আমাদের ব্যবসার সম্প্রসারণ করছি। প্রতিযোগিতামূলক মূল্য, শক্তিশালী অংশীদার ব্যবস্থাপনা (ডিলার), ক্রেতাদের জন্য আকর্ষণীয় প্রমোশনাল অফার, কম সময়ে গুণগত মানের সেবা প্রদান ও ইলেকট্রনিকস ব্যবসার নতুন বাজার খুঁজে পাওয়ার মাধ্যমে হিটাচির সঙ্গে আমরা আমাদের প্রবৃদ্ধি নিশ্চিত করব।'

তিনি জানান, 'বাংলাদেশের ক্রেতাদের জীবনমান উন্নয়নে ট্রান্সকম ইলেকট্রনিকস দিচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের উচ্চ মানসম্পন্ন সেবা দেয়া আমাদের লক্ষ্য। ট্রান্সকম ইলেকট্রনিকস সার্ভিস বিজনেস ইউনিটের রয়েছে দেশজুড়ে সার্ভিস নেটওয়ার্ক ও কল সেন্টার। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিশ্চিত করছে, ক্রেতাদের জন্য ইনস্টলেশন ও বিক্রয়োত্তর সেবা।'

Advertisement

অনুষ্ঠানে হিটাচির ওয়েস্ট রিজিওন ও ইন্ডিয়া বিজনেসের হেড জেনারেল ম্যানেজার তরুণ জৈন, ট্রান্সকম ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরশাদ হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই/এফআর/জেআইএম