একুশে বইমেলা

বইমেলায় রাফির গল্পগ্রন্থ ‘জোনাকির গান’

এবারের বইমেলায় এসেছে তরুণ লেখক রাহাতুল রাফির নতুন গল্পগ্রন্থ ‘জোনাকির গান’। বইটি প্রকাশ করেছে অন্বয় প্রকাশনী। বইমেলায় প্রকাশনীর ৬১০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

Advertisement

এগারোটি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে এ গল্পগ্রন্থ। এর প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। প্রচ্ছদের আলোকচিত্র ধারণ করেছেন কামরুল হাসান মিথুন। প্রচ্ছদের মডেল হয়েছেন স্পর্শিয়া পূষন। গল্পগুলোর অধিকাংশের আঁতুড়ঘর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২২৩ নম্বর কক্ষ। লেখক রাফি ওই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রাক্তন শিক্ষার্থী। ক্যাম্পাসে থাকাবস্থায় কাজ করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। বর্তমানে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে কর্মরত।

লেখক রাফি বলেন, ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত যা কিছু লিখেছি, যার কিছু বিভিন্ন পত্রপত্রিকায় বের হয়েছে। সেসবের মধ্য থেকে বাছাই করে গল্পগুলোকে জড়ো করা হয়েছে।’

এসইউ/এমএস

Advertisement