সাহিত্য

পাঞ্জেরী সাহিত্য পুরস্কার পেলেন সাম্মি ইসলাম নীলা

‘পাঞ্জেরী সাহিত্য একাডেমি পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯’ পেয়েছেন তরুণ কবি সাম্মি ইসলাম নীলা। চাঁদপুর সাহিত্য একাডেমি ও পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রবর্তিত হয়েছে।

Advertisement

২০১৯ সালের অক্টোবরে যেকোনো বয়সী লেখকের কাছে কবিতা, গল্প, ছড়া ও প্রবন্ধ বিষয়ক পাণ্ডুলিপি আহ্বান করা হয়। প্রাপ্ত পাণ্ডুলিপি থেকে কবিতা বিভাগের জন্য কবি সাম্মি ইসলাম নীলার ‘ধীরে এসো বসন্ত’ পাণ্ডুলিপিটি চূড়ান্তভাবে মনোনীত হয়।

পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড পাণ্ডুলিপিটি অমর একুশে বইমেলায় প্রকাশ করবে। ১০ ফেব্রুয়ারির মধ্যে বইটি মেলার স্টলে পাওয়া যাবে।

কবি সাম্মি ইসলাম নীলা বলেন, ‘ধীরে এসো বসন্ত’ আমার প্রথম কবিতার পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছ। প্রথম পাণ্ডুলিপি হিসেবে অন্যরকম ভালো লাগা কাজ করে। এ পুরস্কার আমার লেখালেখির ক্ষেত্রে উৎসাহ হিসেবে কাজ করবে।’

Advertisement

কবি সাম্মি ইসলাম নীলার জন্ম চাঁদপুরে। তার বাবার নাম মোহাম্মদ শাহ জালাল মজুমদার, মায়ের নাম হাজেরা বেগম। তিনি ইডেন মহিলা কলেজ থেকে সমাজকর্ম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

এসইউ/এমকেএইচ