বিনোদন

চলচ্চিত্রের গানে আসিফের নতুন উদ্যোগ

বরাবরই নিত্য নতুন আইডিয়া উদ্ভাবনে সিদ্ধ গানের যুবরাজ আসিফ আকবর। অশ্লীল, নকল গান এবং অনুমতিবিহীন অ্যালবাম প্রকাশের প্রতিবাদে ফিল্মের গানে সাত বছর অনুপস্থিত ছিলেন তিনি। তার ফল খুব একটা আশাব্যঞ্জক না হলেও গানকে ভালোবাসার তাগিদে সম্প্রতি আবারো গাইতে শুরু করেছেন। তবে চলচ্চিত্রে নিজের গানকে শতভাগ মৌলিক রাখতে এবং রয়্যালটির দিকটি বিবেচনায় এনে নতুন উদ্যোগ নিয়েছেন এই গায়ক। জানালেন, কেবলমাত্র চারজন সংগীত পরিচালকের সুর-সংগীতেই ছবিতে প্লে-ব্যাক করবেন তিনি। সেই গুণী চারজন হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, মানাম আহমেদ, শওকত আলী ইমন, আলী আকরাম শুভ। আসিফ মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘অতীতে রেডিও, টিভির গান থেকেই চলচ্চিত্রে বহু গান সংযুক্ত হয়েছে। এমনকি আমার অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ নামে ব্যবসা সফল ছবিও হয়েছে। সতেরো বছরের ক্যারিয়ারে আজ পর্যন্ত ফিল্মের গান বাবদ কোন রেভিনিউ পাইনি। অশ্লীল, নকল গান এবং অনুমতিবিহীন এ্যালবাম প্রকাশের প্রতিবাদে ফিল্মের গানে অনুপস্থিত ছিলাম সাতবছর,ফলাফল শূন্য, কিন্তু হতোদ্যম হওয়ার প্লেয়ার আমি না।দেশবরেন্য সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই, শ্রদ্ধেয় মানাম আহমেদ ভাই, শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই এবং বন্ধু প্রতীম সঙ্গীত পরিচালক আলী আকরাম শুভ সহ আমরা সবাই একাট্টা হয়েছি। আমার যদি ফিল্মে গাইতে হয় তাহলে সঙ্গীতের নীল রক্তবাহী এই শ্রদ্ধা ভাজনরাই কাজ করবেন। ফিল্মের পরিচালক ,প্রযোজক এসে গান পছন্দ করে নিয়ে যাবেন। ফিল্মের অলিগলি আমাদের চিরচেনা।’তিনি আরো লিখেছেন, ‘অতীতে দেখেছি ছবির পরিচালকরা হিন্দি গানের ক্যাসেট ধরিয়ে দিয়েছেন। এখন ধরিয়ে দিচ্ছেন তামিল ছবির গান। সংগীত পরিচালক অসহায়, নইলে আবার কাজ ছুটে যাবে, আরেকজন নকলবাজ প্রস্তুত। এখন থেকে এগুলো আর চলবে না। আমরা শ্রোতাদের হাতে গান তুলে দিতেই থাকবো, হয়তো নায়ক-নায়িকার ঠোঁট মেলানো দেখা থেকে বঞ্চিত হবেন দর্শক, কিন্তু গান ঠিকই পেয়ে যাবেন শ্রোতা। আর স্বত্ত্ব আমাদের কাছেই থাকবে।’এলএ/পিআর

Advertisement