ক্যাম্পাস

বেরোবিতে আবাসিক হল খুলছে বুধবার

দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদের প্রথম আবাসিক হল খুলছে বুধবার। হল খুলে দেয়ার জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ কমলেশ চন্দ্র রায় জাগো নিউজকে জানান, বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী প্রধান অতিথি থেকে ছাত্রদের হলে উঠার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।তিনি আরো জানান, ছয়তলা ভবন বিশিষ্ট হলটিতে ৬৮টি কক্ষে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর আবাসিকতার ব্যবস্থা রয়েছে।অপরদিকে চলতি মাসেই ছাত্রদের আবাসিকতার জন্য শহীদ মুখতার ইলাহীর নামে নির্মিত অপর হলটি  খুলে দেয়া হবে বলে জানান হলটির প্রাধ্যক্ষ (চলতি দায়িত্ব) আমীর শরিফ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিন পর হল চালুর আনুষ্ঠানিকতার অপেক্ষায় ছাত্রদের আবাসিক হল। হল দুটি চালুর মাধ্যমে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীর আবাসিক সংকটের নিরসন হবে।এসএস/পিআর

Advertisement