খেলাধুলা

উন্মোচিত হল ২০১৮ বিশ্বকাপ ফুটবলের লোগো

অভিনব কায়দায় উন্মোচিত হল ২০১৮ বিশ্বকাপের লোগো ৷ মস্কোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মহাকাশচারীদের হাতে উন্মোচিত হল রাশিয়া বিশ্বকাপের লোগো৷ তার পর সেটি  মস্কোর থিয়েটার বিল্ডিংয়ে বিশেষ কায়দায় উন্মোচিত হয়৷ যা সরাসরি দেখানো হয় টেলিভিশন টক-শোয়ে৷ অনুষ্টানে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার, ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও কানাভারো এবং রাশিয়ার স্পোর্টস মিনিস্টার ভিতালি মুটকো ৷ব্লাটারের মতে, রাশিয়ার সংস্কৃতি কথা ভেবে এই লোগো তৈরি করা হয়েছে৷ মুটকো এক প্রতিক্রিয়ায় জানান, ফিফা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় রাশিয়ার মানুষের স্বপ্ন সত্যি হল৷ আশা করব দেশের মানুষের এই লোগো পছন্দ হবে৷’এর আগে মঙ্গলবার মস্কোর নির্মীয়মান বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘুরে দেখেন ব্লাটার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ ৮ জুলাই, ২০১৮ বিশ্বকাপের ফাইনাল হবে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে৷

Advertisement