লাইফস্টাইল

অল্প সময়ে তৈরি করুন সাগু দানার পায়েস

এরচেয়ে সহজ রেসিপি আর হয় না। এদিকে খেতে অসাধারণ তো বটেই, ভীষণ স্বাস্থ্যকরও। তবে রেসিপি ঠিকঠাক জানা না থাকলে স্বাদ জমবে না। চলুন জেনে নেয়া যাক সাগু দানার পায়েস তৈরির রেসিপি

Advertisement

উপকরণ: সাগু দানাদুধচিনিএলাচের গুঁড়াজায়ফলের গুড়া।

প্রণালি:প্রথমে সাগু দানা পানিতে ভিজিয়ে রাখুন প্রায় ১০ মিনিট। এরপর শুধু দুধে সাগু দানা কিছুক্ষণ সেদ্ধ করে নিন পরিমাণমতো চিনি দিয়ে। দুধ ঘন হয়ে হলে এলাচ বা জায়ফলের গুড়া চড়িয়ে ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন। দেখলেন তো, কত দ্রুত তৈরি হয়ে গেল সুস্বাদু পায়েস!

এইচএন/এমকেএইচ

Advertisement