নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। চার স্তরের নজিরবিহীন নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতির পরও সফর স্থগিত করায় অস্ট্রেলিয়ার সমালোচনা করছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। করাচিতে সফরকারী বাংলাদেশ নারী দল ও স্বাগতিক পাকিস্তান নারী দলের সঙ্গে দেখা করতে গিয়ে অজিদের সমালোচনা করে আফ্রিদি বলেন, নিরাপত্তাকে অবশ্যই গুরুত্ব দেয়া উচিত। তবে এমন ছোট ইস্যুতে সফর স্থগিত করা উচিত নয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত আর পাকিস্তানের (উপমহাদেশের দলগুলোর) মধ্যে একতা সৃষ্টি করতে হবে।পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, আমাদের দেশের ক্রিকেট কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এবং তাদের সরকারকে ধন্যবাদ তাদের নারী দলকে পাঠানোর জন্য। পুরুষ দলকে পাকিস্তানের মাটিতে পাঠানোর আগে নারী দলকে এখানে পাঠানোর সিদ্ধান্তটি চমৎকার। আশা করি নারী দলের দেখানে পথে বাংলাদেশের পুরুষ দলটিও এখানে খেলতে আসবে।এর আগে বাংলাদেশ সফর স্থগিত করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বাংলাদেশের পক্ষ নিয়ে অজিদের সমালোচনা করেছিলেন।এমআর/পিআর
Advertisement