চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। ওই প্রাণঘাতী ভাইরাসে চীনের বাইরে প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা এটি।
Advertisement
রোববার (২ ফেব্রুয়ারি) ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানায়, ম্যানিলার স্যান লাজারো হাসপাতালে সপ্তাহখানেক চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (১ ফেব্রুয়ারি) ৪৪ বছর বয়সী চীনা ওই রোগী মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
স্বাস্থ্য বিভাগের সচিব ফ্রান্সিসকো দুক সংবাদমাধ্যমকে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর মারাত্মক পর্যায়ের নিউমোনিয়ায় আক্রান্ত হন ওই রোগী। তবে শেষ ক’দিনে তার অবস্থা স্থিতিশীল ছিল, এমনকি কিছু ক্ষেত্রে উন্নতিও ঘটছিল। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় ওই রোগীর স্বাস্থ্যের এমন অবনতি হয় যে, তাকে আর বাঁচানো যায়নি।
মারা যাওয়া এই ব্যক্তি উহানেরই বাসিন্দা। ম্যানিলায় চীনের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তার শেষকৃত্য দ্রুতই সম্পন্ন করা হবে বলে জানান স্বাস্থ্য বিভাগের সচিব।
Advertisement
চীনের বাইরে করোনাভাইরাসে প্রথম কোনো মৃত্যুর ঘটনা এটি হলেও ম্যানিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয় বলছে, লোকজনের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এটি স্থানীয়ভাবে ছড়ানো ভাইরাসে মৃত্যু নয়। ওই রোগীই উহান থেকে এসেছিলেন।
এদিকে রোববার পর্যন্ত করোনাভাইরাসে চীনে ৩০৪ জনের মৃত্যু হয়েছে। ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে চীন ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান। ফিলিপাইনসহ অনেক দেশই এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছে। অনেক দেশের এয়ারলাইন্স চীনগামী ফ্লাইটও বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।
এইচএ/জেআইএম
Advertisement