ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে ভোটের ফলাফলে এগিয়ে থাকা আতিকুল ইসলাম বলেছেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। যারা ভোট দেননি, তাদেরও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়ালকেও ধন্যবাদ জানাতে চাই।’
Advertisement
শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আমি তাবিথ আউয়ালকে বলতে চাই, ঢাকা শহর সাজানোর জন্য আপনি যে পরিকল্পনার কথা জানিয়েছিলেন ইশতেহারে, আসুন আমার ইশতেহারের সঙ্গে আপনারটা মিলিয়ে আমি-আপনি-আমরা সবাই মিলে একটি সুস্থ-সুন্দর-সচল-গতিময় ঢাকা গড়তে কাজ করি। এখন পর্যন্ত আমি জনগণের ভোটে এগিয়ে আছি। যে ভালোবাসা নিয়ে জনগণ ভোটের মাধ্যেমে এগিয়ে রেখেছে, নির্বাচিত হলে আমার সবটুকু দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ্। আস্থা রাখুন, সুস্থ-সুন্দর-সচল-গতিময় ও আধুনিক ঢাকা উপহার দেয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ্।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘একটি সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আতিক ও তাপস দুইজনই যোগ্য নেতা, আতিক ইতোমধ্যে ৯ মাস কাজ করেছেন। বিএনপির কাজই হচ্ছে অভিযোগ করা। তাদের অভিযোগ আগামীতেও সবসময়ই থাকবে।’
Advertisement
এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
এএস/জেডএ/এমকেএইচ