লাইফস্টাইল

নোনতা স্বাদের মেরা পিঠা তৈরির রেসিপি

শীত এখনও শেষ হয়নি। সেইসঙ্গে চলছে শীতের পিঠা খাওয়াও। মিষ্টি স্বাদের পিঠা অনেক তো হলো, এবার তাহলে নোনতা পিঠার স্বাদ নিন। চলুন জেনে নেয়া যাক নোনতা স্বাদের মেরা পিঠা তৈরির রেসিপি-

Advertisement

উপকরণ: চালের গুঁড়া- ৫০০ গ্রামলবণ- ১ চা চামচ পানি- প্রয়োজন মতো।

পুরের জন্য:আলুসেদ্ধ- ২টিকাঁচা মরিচ কুচি- ১ চা চামচলবণ পরিমাণমতোহলুদের গুঁড়া- আধা চা চামচমরিচের গুঁড়া- আধ চা চামচসরিষার তেল- ১ টেবিল চামচ।

প্রণালি: চালের গুঁড়ো হালকা করে ২-৩ মিনিট সেঁকে নিন। বেশ ঝুরঝুরে হয়ে গেলে তাতে লবণ ও ফুটন্ত পানি দিয়ে নাড়াচাড়া করে নিন। ঠান্ডা হতে দিন।

Advertisement

এবার ওই চালের ডো ভালো করে মথে নিন। প্রয়োজনে একটু পানি দিতে পারেন। এরপর ১০ মিনিট ঢেকে রাখুন। অন্য পাত্রে তেল গরম করে আলুসেদ্ধ সব মশলা গিয়ে নেড়ে নিন। ঝাল পুর তৈরি করুন।

মথে রাখা চালের ডো ছোট ছোট ভাগ করে নিন। একেকটি ভাগ নিয়ে মাঝ বরাবর হালকা গর্ত করে পুর ভরে নিন। এবার দুইপাশ দিয়ে চেপে পুর ঢেকে দিন। গোল, ডিম্বাকৃতি ইচ্ছামত আকারে গড়ে নিন।

স্টিমারে পানি গরম করে পিঠাগুলো ৩০ মিনিট ভাপিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে শুঁটকির ভর্তা বা মাংস ভুনার সঙ্গে খেতে পারেন নোনতা স্বাদের গরম গরম মেরা পিঠা।

এইচএন/এমকেএইচ

Advertisement