জাতীয়

লিটনের সংসদ সদস্য পদ বাতিলের দাবি

শিশু সৌরভের পায়ে গুলি করার দায়ে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সংসদ সদস্য পদ বাতিল, দল থেকে বহিষ্কার করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য প্রকাশ্য দিবালোকে নিজের ব্যবহৃত অস্ত্রের মাধ্যেমে মদ্যপ অবস্থায় গুলি করে আহত করে শিশু সৌরভকে। এ সমস্ত লোকের কারণেই বর্তমানে দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে শিশু হত্যা ও নির্যাতন চলছে।সারাদেশে বিভিন্ন জায়গায় শিশু নির্যাতনের মাধ্যমে সরকারকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, সৌরভকে গুলি করার দায়ে দলের সম্মান ও ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এমপি লিটনের সংসদ সদ্স্য পদ বাতিল ও দল থেকে বহিষ্কার করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার।সংগঠনের সভাপতি জামাল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এ সময আরো উপস্থিত ছিলেন- জাগো বাংলাদেশের মহাসচিব বাহারানে সুলতান বাহার, শিক্ষক নেতা শামছুল আলম, নাগরিক পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন, মিলন মল্লিক প্রমুখ।আএসএস/আরএস/পিআর

Advertisement