দেশজুড়ে

কালিয়াকৈরে মাতব্বরের নির্যাতনে গৃহবধূ আহত

মাতব্বরের ডাকে সাড়া না দেয়ায় জোসনা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে চুল ধরে টেনে হেঁচড়ে প্রকাশ্যে মাঠে নিয়ে এলোপাথারি মারধর করেছেন স্থানীয় প্রভাবশালী মাতব্বর জালাল উদ্দিন আহমদ। সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার  বুলবুল মিয়ার স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে একই এলাকার তার ভাই হোসেন খানের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য হোসেন খান দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে স্থানীয় মাতব্বর জালাল উদ্দিনের কাছে যান। সোমবার সকালে গৃহবধূ জোসনা আক্তারকে ডেকে পাঠান স্থানীয় মাতাব্বর জালাল উদ্দিন। তার ডাকে সাড়া না দেয়ায় ওইদিন দুপুরের খাবার খাওয়া অবস্থায় জোসনা আক্তারকে চুল ধরে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করেন জালাল উদ্দিন। পরে লোকজনের সামনে লাঠি দিয়ে এলোপাথারি মারধর করেন জালাল উদ্দিন ও হোসেন খান। এক পর্যায়ে জোসনা আক্তার জ্ঞান হারিয়ে ফেললে মাতব্বরা চলে যান। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ব্যাপারে গৃহবধূর ছেলে নয়ন আহমেদ জাগো নিউজকে জানান, বাবা কাজে গেছেন। বাড়িতে মা একা ছিলেন। এ সুযোগে স্থানীয় মাতব্বর জালাল খালি ঘর থেকে মাকে চুল ধরে টেনে হেঁচড়ে নিয়ে লাঠি দিয়ে এলোপাথারি মারধর করেছেন। অভিযুক্ত জালাল উদ্দিন ওই গৃহবধূকে মারধরের কথা স্বীকার করেছেন।কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে জানান, এ ঘটনায় গৃহবধূ জোছনা আক্তার বাদী হয়ে সোমবার রাতে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।                        মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

Advertisement