বাজাজ এবং টিভিএস এর পর হিরো নিয়ে আসছে ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারের নাম হবে হিরো ডুয়েট-ই।
Advertisement
আগামী কয়েক মাসের মধ্যেই এই স্কুটার বাজারে আসবে। হিরো ডুয়েট-ই স্কুটার সরাসরি প্রতিযোগিতা করবে বাজাজ চেতক এবং টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটারের সাথে।
যখন ২০১৬ সালে অটো এক্সপোতে হিরো ডুয়েট-ই কে সামনে আনা হয়েছিল, তখন এই স্কুটার সিঙ্গেল চার্জে ৬৫ কিমি পথ অতিক্রম করতে পারতো। এর সাথে ৬.৫ সেকেন্ডে এই স্কুটার ০-৬০ কিমি/ঘন্টা স্পিড নিয়ে নিতে পারে।
স্কুটারটির সামনের এবং পাশের প্যানেলে সবুজ গ্রাফিক্স দেওয়া হয়েছে। এর চাকার উপর সবুজ অ্যাকসেন্টও রয়েছে।
Advertisement
ভারতের বাজারে হিরো ডুয়েট-ই সাধারণ ভ্যারিয়েন্টের (পেট্রল চালিত) দাম ৪৮,২৮০ টাকা। তবে ইলেকট্রিক ভ্যারিয়েন্টের দাম কত হবে তা জানা যায়নি।
এএ