জাতীয়

পাটের ব্যাগ ব্যবহার না করলে লাইসেন্স বাতিল

ধান, চাল, চিনি, গম, ভুট্টা ও সার বাজারজাত করতে মোড়কীকরণে পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং জরিমানা করা হবে বলে  জানিয়েছে সরকার ।এ ব্যাপারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রি মির্জা আজম বলেন, পণ্যের মোড়কীকরণে বাধ্যতামূলক পাটের ব্যবহার আইন রয়েছে। কিন্তু বর্তমানে পাটশিল্প ধ্বংসের পথে, পাটকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আইনটি বাস্তবায়ন করতে পারলে এ অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব।বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, আইনটি ২০১০ সালে করা হলেও ২০১৪ সাল থেকে কার্যকর ঘোষণা করা হয়। কিন্তু এখনো আইনটি বাস্তবায়ন করা যায়নি।এ আইনটি সারাদেশে একসঙ্গে বাস্তবায়নের জন্য কাজ করছেন বলেও জানান তিনি।এসএ/এসএইচএস/আরএস/পিআর

Advertisement