খেলাধুলা

মেসির জাদুতে বার্সেলোনার বিশাল জয়

স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত পরাজয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। সে ম্যাচের দুঃসহ স্মৃতি ভুলতে একটি জয় দরকার ছিলো লিওনেল মেসি-অ্যান্তনিও গ্রিজম্যানদের।

Advertisement

কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে সেই কাঙ্ক্ষিত জয়টি পেয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা। অধিনায়ক মেসির নৈপুণ্যে লেগাসেনকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। নিজে জোড়া গোলের পাশাপাশি ক্লেমেন্ত লংলের গোলে করেন এসিস্ট।

নিজেদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লিড নিতে মাত্র ৪ মিনিট সময় ব্যয় করে কাতালুনিয়ানরা। দলের পক্ষে প্রথম গোলটি করেন ফরাসি তারকা গ্রিজম্যান। স্বদেশি নেলসন সেমেডুর পাস ধরে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ২৭ মিনিটে। মেসির কর্ণার থেকে লাফিয়ে উঠে হেডে গোল করেন ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্ত লংলে। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি বার্সেলোনা।

Advertisement

দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক মেসি। ম্যাচের ৫৯ মিনিটে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়ান তিনি। ত্রিশ মিনিট পর ম্যাচের শেষ গোলটিও করেন মেসি। গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বড় জয় নিশ্চিত করেন তিনি।

মেসির দুই গোলের মাঝে ৭৭ মিনিটে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলো। বার্সেলোনা পায় ৫ গোলের বিশাল জয়। স্প্যানিশ ফুটবলে এটি মেসির ৫০০তম জয়।

এসএএস/এমএস

Advertisement