গত সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৪ ভাগ। যা গত আগস্ট মাসে ছিল ৬ দশমিক ১৭ ভাগ। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যু্রো (বিবিএস)`র এই হালনাগাদ তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করছিলেন।মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণ হিসেবে মুস্তফা কামালের ব্যাখ্যা এমন যে, ঈদুল আযহায় মানুষ একটি বেশি ব্যয় করে। তাই মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে আমাদের বাৎসরিক পরিকল্পনার অনেক নিচেই রয়েছে।বিবিএস এর পরিসংখ্যানে দেখা যায়, খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে সেপ্টেম্বর মাসে। আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৬ ভাগ। সেপ্টেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯২ ভাগ। অপরদিকে, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। আগস্ট মাসে এই হার ছিল ৬ দশমিক ৩৫ ভাগ। সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৩ ভাগ।এসএ/এসএইচএস/আরএস/পিআর
Advertisement