ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপিদলীয় মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ ৩৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
Advertisement
ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণার শেষদিন বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কারওয়ান বাজারে তাবিথ আউয়ালের প্রচারণায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ আলমসহ অন্তত ৩০-৩৫ জন নেতাকর্মী আহত বলে দাবি করা হয়েছে। রিজভী আহমেদ রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে চিকিৎসা নিচ্ছেন।
হামলার বিবরণ দিতে গিয়ে আহত স্বেচ্ছাসেবক দলের মোরশেদ আলম বলেন, আমরা তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় বের হই। কারওয়ান বাজার থেকে প্রচারণা শুরু করে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের কাছে পৌছালে সেখানে থাকা নৌকার সমর্থকরা লাঠি, রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা সংখ্যায় এক-দেড়শ ছিল। এতে আমাদের অন্তত ৩০-৩৫ জন আহত হয়েছেন।
Advertisement
তিনি আরও বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসিচব রুহুল কবির রিজভী আহমেদ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন বের হব। আহত অন্যরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত রিজভী আহমেদ হাসপাতালে ভর্তি ছিলেন।
কেএইচ/এসআর/পিআর
Advertisement