আগের যে কোনো সময়ের চেয়ে লোডশেডিং কম হলেও এখনো কমেনি গ্রাহক হয়রানির পরিমাণ। প্রতিনিয়তই বিল পরিশোদে হয়রানির শিকার হচ্ছেন তারা। পোস্ট-পেইড মিটারে অনেক সময় বেশি আবার অনেক সময় কম পরিমাণ বিল আসছে। এর ফলে এদিকে যেমন বিল নিয়ে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা, অন্যদিকে সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।এছাড়া বিদ্যমান পোস্ট-পেইড মিটারের কারণে বিদ্যুৎ চুরির ঘটনাসহ অপচয় বাড়ছে। ফলে বিভিন্ন অনিয়ম, অপচয় ও সিস্টেম লস কমাতে পোস্ট-পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারের দিকে ঝুঁকছে সরকার। জানা গেছে, চলতি অর্থবছর থেকেই বিতরণ কম্পানিগুলো যাতে পুরোদমে প্রি-পেইড মিটারের দিকে নজর দেয়, সে জন্য গত রোববার পাঁচটি বিতরণ কম্পানির এমডি ও চেয়ারম্যানদের নিয়ে এক কর্মশালার আয়োজন করে বিদ্যুৎ বিভাগ। প্রি-পেইড মিটারের সম্ভাবনা, এর চ্যালেঞ্জ, সমস্যা ও সমাধানের বিষয় উঠে আসে কর্মশালায়।রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় অন্যদের মধ্যে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, বাংলাদেশে নিযুক্ত এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রধান কাজুহিকো হিগুইচিসহ অন্যরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বলেছেন, গত পাঁচ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। এটিকে ২৪ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও ব্যবস্থাপনা সেভাবে আধুনিকায়ন হয়নি। তাই জনগণের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে প্রি-পেইড মিটারের বিকল্প নেই।প্রি-পেইড মিটার পদ্ধতিতে আশানুরূপ সাফল্য না আসার প্রসঙ্গে বিতরণ কম্পানিগুলোর এমডি ও চেয়ারম্যানরা বলন, যুগ যুগ ধরে গ্রাহকরা এক পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছে। নতুন কোনো চিন্তা বা প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নেওয়া হলে গ্রাহকরা সহজে তা গ্রহণ করতে চায় না। এছাড়া ঘরে ঘরে প্রি-পেইড মিটার লাগাতে গেলে অলিতেগলিতে মোবাইল কম্পানিগুলোর যেমন ফ্লেক্সি বা আই টপের দোকান আছে, তেমনি করে প্রি-পেইড মিটারের গ্রাহকদের জন্য টাকা পরিশোধের দোকান তৈরি করতে হবে। এটি অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ কাজ।উল্লেখ্য, ২০০৪ সাল থেকে পাইলট আকারে প্রি-পেইড মিটার চালু করলেও তাতে তেমন সাড়া মেলেনি। গত ১১ বছরে পাঁচটি বিতরণ কম্পানি মিলে প্রি-পেইড মিটার লাগিয়েছে মাত্র ৯১ হাজার।# ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রীডেআরএস/এমএস
Advertisement