জোকস

আজকের জোকস : গাড়ির পেছনে দৌড়ালে টাকা বাঁচে

গাড়ির পেছনে দৌড়ালে টাকা বাঁচেবাবা ফার্মগেটে দাঁড়িয়ে আছে। ছেলে হঠাৎ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো-ছেলে: বাবা, আজ আমি তোমার ৫ টাকা বাঁচিয়েছি।বাবা: কীভাবে?ছেলে: শাহাবাগ মোড় থেকে ৬ নম্বর বাসে না উঠে পেছনে পেছনে দৌড়ে এসেছি।

Advertisement

বাবা রাগান্বিত হয়ে চড় বসিয়ে দিলেন ছেলের গালে-ছেলে: মারলে কেন?বাবা: বোকা ছেলে! ৬ নম্বরের পেছনে দৌড়ালি কেন? কোনো একটা ট্যাক্সি ক্যাবের পেছনে দৌড়ালে তো ৩০০ টাকা বাঁচতো।

****

সাত দিনে দশ বাসায় চুরিএকদিন এক চোরকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ- পুলিশ: তুই সাত দিনে দশ বাসায় চুরি করেছিস! চোর: জ্বি স্যার।পুলিশ: এটা কী করে সম্ভব!চোর: কী করব স্যার, বড় সংসার। ওভারটাইম না করলে চলে না।

Advertisement

****

হাতির লেজ থাকে সামনের দিকে!শ্রেণিকক্ষে শিক্ষক প্রাণিজগৎ সম্পর্কে পড়াচ্ছেন- শিক্ষক: বলো তো, হাতি আর ঘোড়ার মধ্যে পার্থক্য কী?ছাত্র: ঘোড়ার লেজ থাকে পেছনে আর হাতির লেজ থাকে সামনের দিকে!

এসইউ/জেআইএম

Advertisement