হলিউডের বিজ্ঞান কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র ‘ম্যাট্রিক্স ফোর’-এ অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ১৯৯৯ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘দ্য ম্যাট্রিক্স’। এই ছবি দিয়ে দুর্দান্ত জনপ্রিয়তা পান কানাডার চিত্রতারকা ও সংগীতশিল্পী কিয়ানু রিভস। এই সিরিজের পরের দুই পর্ব ‘ম্যাট্রিক্স রিলোডেড’ (২০০৩) এবং ‘ম্যাট্রিক্স রেভল্যুশন’ (২০০৩) দারুণ জনপ্রিয়তা পায়।
Advertisement
এবার ‘ম্যাট্রিক্স ফোর’-এ প্রিয়াঙ্কার চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানা যায়নি। প্রিয়াঙ্কার হাতে এখন বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রজেক্ট। রুশো ব্রাদার্সের পরিচালনায় অ্যামাজন প্রাইমের সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে তাকে। নেটফ্লিক্সের সঙ্গেও কাজ করছেন। এই ওটিটি প্ল্যাটফর্মের ছবি ‘উই ক্যান বি হিরোজ’-এও আছেন অভিনেত্রী।
‘ম্যাট্রিক্স ফোর’ ছবির চিত্রনাট্য লিখেছেন লানা ওয়াচোস্কি, আলেক্সান্ডার হেমন ও ডেভিড মিচেল। ছবিটির শুটিং শুরু হবে এ বছরই।
জেডএ/জেআইএম
Advertisement