চীনে প্রাণঘাতী করোনাভাইরাস ভয়াবহ রুপ নিয়েছে। ফলে সতর্কতা হিসেবে রাজবাড়ী আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন কর্নার প্রস্তুত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়নি।
Advertisement
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পূর্বপ্রস্তুতি হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালের তৃতীয় তলার পশ্চিম পাশে দুটি (নারী ও পুরুষ) কেবিন প্রস্তুত রাখা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস জানান, এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস রোগী বা এ রোগের লক্ষণ দেখা যায়নি। তারপরও পূর্ব প্রস্তুতি হিসেবে হাসপাতালে দুটি আইসোলেশন কর্নার (কেবিন) প্রস্তুত রাখা হয়েছে। যা সিভিল সার্জন পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, করোনাভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। এ রোগ সম্পর্কে ভালোভাবে কিছু্ই জানা যায়নি। আস্তে আস্তে সব জানা যাবে। কিন্তু সবাইকে সচেতন হতে হবে। যেমন হাঁচি-কাশির মাধ্যমে এ ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেশি। এ জন্য সবারই মাস্ক ব্যবহার জরুরি।
Advertisement
এ ভাইরাস প্রতিরোধে চীন সহযোগিতা না করলে ও সঠিক তথ্য না দিলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলেও জানান এই চিকিৎসক।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন, চীনের করোনাভাইরাস বিভিন্ন দেশে হানা দিয়েছে। এ ভাইরাস প্রতিরোধে আমরাও প্রস্তুতি হিসেবে জেলার প্রতিটি স্বাস্থ্য সেবা দফতরে সভা-সেমিনার করে পরামর্শ দিচ্ছি। কেউ যেন গুজবে কান না দেন সে বিষয়ে বলছি। এছাড়া যে কোনো লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সতর্কতা হিসেবে সদর হাসপাতালে দুটি কেবিন প্রস্তুত করা হয়েছে। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী যা করা প্রয়োজন তা করা হবে।
রুবেলুর রহমান/আরএআর/জেআইএম
Advertisement