রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে নিয়োগপ্রাপ্ত ৩ শিক্ষকের নিয়োগ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
Advertisement
শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটের শুনানিতে বুধবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে উচ্চ আদালত এ আদেশ দেন। সেই সঙ্গে এক মাসের মধ্যে ওই বিভাগে তিনজন শিক্ষক নিয়োগে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
নিয়োগপ্রাপ্ত ওই তিন শিক্ষক হলেন- শামসুন্নাহার, মুখতার হোসেন ও রেজভী আহমেদ ভুঁইয়া।
আদালতে আজ রিটকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, মো. ফুয়াদ হাসান ও ব্যারিস্টার রিপন কুমার বড়ুয়া। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওয়ায়েস আল হারুনী।
Advertisement
ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তিনটি শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৬ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু ওই বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়নি। এ অবস্থায় ২০১৯ সালের জুলাইতে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার প্ল্যানিং কমিটিকে না জানিয়েই প্রভাষক পদে আবেদনের জন্য যোগ্যতা শিথিল করা হয়।
এ জন্য ওই বিভাগের শিক্ষক ও প্ল্যানিং কমিটির সদস্য অধ্যাপক মু. আলী আসগর ২০১৯ সালের দেয়া বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন। আদালত রুল জারি করেন। এ রুল বিচারাধীন থাকাবস্থায় গত ২৬ জানুয়ারি ৪৯৭ তম সিন্ডিকেট সভায় নতুন বিজ্ঞপ্তির আলোকে তিনজন শিক্ষক নিয়োগ দেয়া হয়। বিষয়টি আদালতকে জানানোর পর আদালত এই নিয়োগ বাতিল করেন।
এফএইচ/এমএসএইচ/পিআর
Advertisement