চিকেনের মুখরোচক নানা আইটেম পছন্দ? রেস্টুরেন্টে গিয়ে নিশ্চয়ই স্পাইসি চিকেন স্টিক খেয়ে থাকেন? তবে এই মজাদার খাবারটি আপনি ঘরেই তৈরি করতে পারবেন। চলুন রেসিপি জেনে নেয়া যাক-
Advertisement
উপকরণ :
চিকেন লম্বা করে কাটা ২৫০ গ্রাম (বোনলেস)আদা রসুন বাটা ১ টেবিল-চামচময়দা কোয়ার্টার কাপকাঁচা মরিচ বাটা ১ চা-চামচমরিচ গুঁড়া ১ চা-চামচডিম ১টাটোস্টের গুঁড়া ১ কাপসয়াসস ১ টেবিল-চামচক্রাম পরিমাণমতো।
প্রণালি :
Advertisement
টোস্টের গুঁড়ায় মরিচ গুঁড়া মিশিয়ে রাখতে হবে। মুরগির সঙ্গে ক্রাম ছাড়া সব একসঙ্গে দিয়ে মাখিয়ে নিতে হবে। আধা ঘণ্টা পর ক্রাম মাখানো মাংস জড়িয়ে গরম ডুবো তেলে ভেজে নিন। এবার সাসলিকের কাঠিতে গেঁথে পরিবেশন করুন।
এইচএন/পিআর