দেশজুড়ে

মানবতাবিরোধী অপরাধ : নোয়াখালীতে আরো একজন আটক

মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালী সদর উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে জয়নাল আবেদীন (৬৫) নামে আরো একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে সুধারাম থানা পুলিশ আটক করে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মীর্জা মো. হাসান আটকরে বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটকদের থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এর আগে সাড়ে ১২টার সময় জেলা শহর মাইজদীর উত্তর ফকিরপুরের বাসা থেকে আমির আহম্মেদ ওরফে আমির আলীকে (৬৫) পুলিশ আটক করে।মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রাজাকার আমীর আলী, আবুল কালাম ওরফে একেএম মনসুর, মো ইউসুফ, মো.জয়নাল আবদীন ও মো. আবদুল কদ্দুছের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি অনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।মুক্তিযুদ্ধ চলাকালে সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যার তিনটি অভিযোগ রয়েছে।## নোয়াখালীতে মানবতাবিরোধী অপরাধে আটক ১মিজানুর রহমান/এমজেড/বিএ

Advertisement