একুশে বইমেলা

বইমেলায় মাসুম আওয়ালের ১০০ ছড়ার বই

অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক, গীতিকার ও ছড়াকার মাসুম আওয়ালের ছড়ার বই ‘বাকশো ভরা একশো ছড়া’। বইটি প্রকাশ করছে পার্ল পাবলিকেশন্স। বইটিতে মোট ১০০টি ছড়া রয়েছে।

Advertisement

রঙিন ছবি সম্বলিত বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। অলঙ্করণ করেছেন আশফাকুল আশেকীন ও অরূপ মণ্ডল। ছড়ার পাশাপাশি আঁকা ছবিগুলো দেখেও শিশুদের মন জুড়াবে। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি পাওয়া যাবে বইমেলার ৩৪ নম্বর প্যাভিলিয়নে।

বিনোদন সাংবাদিকতার পাশাপাশি সামাসুম আওয়াল শিশুতোষ সাহিত্যচর্চা করেন। ইতোমধ্যে তার কিছু বই প্রকাশিত হয়েছে এবং পাঠকপ্রিয়তা পেয়েছে। তার বইগুলো হচ্ছে- ‘আমিও ফড়িং তুমিও ফড়িং’, ‘ছুটছে মজার ছড়ার গাড়ি’, ‘ভূততাড়ুয়া’, ‘টই টই হই চই’ ও ‘আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি’।

মাসুম আওয়াল বলেন, ‘অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ১০০ ছড়া নিয়ে একটি বই করার। এবার সে আশা পূরণ হতে চলেছে। আমার বিশ্বাস ছড়াগুলো শিশুদের ভালো লাগবে। পাশাপাশি বড়দেরও ভালো লাগবে বলে আশা করছি।’

Advertisement

এসইউ/এমকেএইচ