আন্তর্জাতিক

করোনাভাইরাস : প্রতিষেধক আবিষ্কারে একধাপ এগুলো বিজ্ঞানীরা

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রথমবারের মত গবেষণাগারে করোনাভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছেন দেশটির বিজ্ঞানীরা। চীনের বাইরে প্রথম কোনো দেশ এ ভাইরাস আবিষ্কার করল। যা করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারে এক ‘যুগান্তকারী পদক্ষেপ’ বলে অভিহিত করা হয়েছে।

Advertisement

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের পথে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এ গবেষণা থেকে পাওয়া ফল বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগারে পাঠানো হবে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশেষজ্ঞ ল্যাবের গবেষকরা বলেছেন, সংক্রামিত রোগীর কাছ থেকে ভাইরাসটির অনুলিপি নিয়ে ভাইরাসটি আবিষ্কার করতে পেরেছেন। গত শুক্রবার তাদের কাছে এ নমুনা পাঠানো হয়েছিল।

দ্রুত এ ভাইরাস আবিষ্কারের বিষয়ে বিশেষজ্ঞ দলের ডা. মাইক ক্যাটন বলেছেন, ‘আমরা বহু বছর ধরে এ জাতীয় একটি ঘটনার জন্য পরিকল্পনা করে আসছি এবং সে কারণেই আমরা এতো দ্রুত উত্তর পেতে সক্ষম হয়েছি।’

Advertisement

শিনহুয়া নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে ডয়েচে ভেলে জানিয়েছে, শুধুু চীন নয়, অন্যান্য দেশের বিজ্ঞানীরাও এই ভাইরাসটির ভ্যাকসিন আবিষ্কারের জন্য তৎপর। চীনা গবেষকরা খুব দ্রুতই রোগটির সঠিক রূপ শনাক্ত করতে পেরেছেন। বিভিন্ন দেশের গবেষকদের নিয়ে চীন যৌথভাবে ভ্যাকসিনটি আবিষ্কারে কাজ করছে।

এদিকে চীনে নভেল করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ ১৩২ জন মারা গেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। এছাড়া আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার।

চীনের গণমাধ্যম সিনহুয়ায় এক বিশেষজ্ঞের বরাতে বলা হয়েছে, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ আকার ধারণ করতে পারে। চীন ছাড়াও ১৮টি দেশের ৭৮ জন এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আরএস/জেআইএম

Advertisement