ক্যারিবিয়ান অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। ভূমিকেম্পর পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার জ্যামাইকা, কিউবা এবং কায়মান দ্বীপসহ বেশ কিছু স্থানে ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অনেক এলাকায় রাস্তা-ঘাঁটে গর্ত তৈরি হতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে ভূমিকম্পের সময় তীব্র কম্পনের কারণে বেশ কিছু ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল লুসিয়া থেকে ৭২ মাইল উত্তর-পশ্চিমে এবং কিউবার নিকুয়েরা থেকে ৮৭ মাইল দক্ষিণ-পশ্চিমে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ৬ দশমিক ২ মাইল।
জ্যামাইকা এবং কিউবার বিভিন্ন স্কুল ও ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছে, প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে। মিয়ামি থেকেও কম্পন অনুভূত হয়েছে।
Advertisement
ভূমিকম্প থেকে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর কয়েক দফা পরাঘাত (আফটারশক) অনুভূত হবে বলে সতর্ক করা হয়েছে।
টিটিএন/জেআইএম