রাজনীতি

গণমাধ্যমেই টিকে আছে জাতীয় পার্টি!

হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কার্যক্রম টিকে আছে শুধুমাত্র গণমাধ্যমে বক্তৃতা এবং বিবৃতির মাধ্যমে। সোমবার সকালে বনানী কার্যালয়ে এরশাদের সংবাদ সম্মেলন শেষে এ প্রতিবেদকের সঙ্গে দলের কয়েকজন নেতাকর্মী এমনই মন্তব্য করেন।এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে দলের এক কেন্দ্রীয় নেতা বলেন, “আমাদের দলের খোঁজ তো আপনারাই ভালো জানেন। আপনারাই বলেন, আমাদের দলের আসল খবর কী?” তিনি আরো বলেন, আমাদের দল কি সরকারের সঙ্গে না বিরোধী দলের সঙ্গে তাইতো জানি না।নেতাকর্মীদের অভিযোগ, দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো কার্যক্রমই পরিচালিত হচ্ছে না। তারা বলেন, প্রতিদিন বিকেলে কেন্দ্রীয় অফিসে গিয়ে কয়েকজন নেতাকর্মীর চা-নাস্তা খাওয়া এবং গল্পকারা ছাড়া কোনো কার্যক্রমই নেই দলটির।অন্যদিকে, কেন্দ্রীয় এবং বনানীর অফিসে প্রতিদিনই নেতাকর্মীরা যাতায়াত করছেন বিভিন্ন ধরনের তদবীর নিয়ে। হাঁসির ছলে, দলটির নীতি-নির্ধারনী ফোরাম প্রেসিডিয়ামের এক সদস্য নাম না প্রকাশে বলেন, আমরাতো এখন দুই দিকেই আছি, সরকারেও আছি আবার বিরোধী দলেও আছি।তিনি আরো বলেন, দলীয় কার্যক্রম বলতে তো তেমন কিছুই নেই। যদি কর্মীরা একটু তদবীর নিয়েও না থাকে তা হলে কী নিয়ে থাকবে! সম্প্রতি দলটির প্রধান এরশাদ দুঃখ করে বলেছেন, প্রতিদিন এতো এতো তদবির নিয়ে সবাই আসছে যে আমার নিজস্ব কার্যক্রমই করতে পারছি না।মাঝে মাঝে গণমাধ্যমে নেতাদের বক্তব্য ছাড়া তেমন কোনো কার্যক্রম নেই, এমন প্রশ্নে দলটির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু জাগো নিউজকে বলেন, “কথাটি সত্য নয়। আমরা গত কয়েক মাসে পাঁচটির মতো সম্মেলন করেছি। কয়েক মাস আগে মতিঝিলে মানববন্ধন করেছি। এ ছাড়া আমরা প্রায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলি। আজও আমাদের দলের চেয়ারম্যান সংবাদ সম্মেলন করেছেন। আগামী সাপ্তাহে আবারো আমরা সাংবাদ সম্মেলন করবো।”এএম/বিএ

Advertisement