অর্থনীতি

আমান ফিডের পরিচালকদের ২৫ লাখ টাকা করে জরিমানা

আইন লঙ্ঘন করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিড লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি)।

Advertisement

মঙ্গলবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৭১৬তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিরীক্ষা প্রতিষ্ঠান এমএবিএস অ্যান্ড জে পার্টনার্সর নিরীক্ষা প্রতিবেদন ওঠে এসেছে আমান ফিড কমিশনের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত অনুমোদনের শর্ত অনুযায়ী উত্তোলন করা অর্থ ব্যবহার করেনি। সেই সঙ্গে কমিশনে এ সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়েছে।

এর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৯৬-এর ১৮ ধরা লঙ্ঘন করেছে। এছাড়া কমিশনের অনুমোদন পত্রের ৪, ৮ ও ৯ নম্বর শর্ত লঙ্ঘন করেছে।

Advertisement

অপরদিকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একনাবিন আমান ফিডের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলন করা অর্থের নিরীক্ষক হিসেবে নিরীক্ষা প্রতিবেদনে এসব আইন লঙ্ঘনের তথ্য তুলে ধরেনি। এর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৯৬-এর ১৮ ধরা লঙ্ঘন করেছে।

এসব অনিয়মের কারণে আমান ফিডের প্রত্যেক পরিচালককে ২৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তবে কোম্পানিটির স্বতন্ত্র ও মনোনীত পরিচালককে এ জরিমানার বাইরে রাখা হয়েছে।

আর সঠিক তথ্য তুলে না ধরায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একনাবিনের পার্টনার মো. রুকুনুজ্জামানের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এখন থেকে রুকুনুজ্জামান আর কোনো প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলন করা অর্থের ব্যবহার সংক্রান্ত নিরীক্ষা করতে পারবে না।

এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একনাবিন প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলন করা অর্থের নিরীক্ষার ক্ষেত্রে পেশাগত আচরণ করেনি বলে মনে করছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য চার্টার্ড অ্যাকাউন্টেড প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি) কাছে বিষয়টি পাঠানো হবে।

Advertisement

এমএএস/এএইচ/এমএস