আইন-আদালত

এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিচার শুরু

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়েই এ মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

Advertisement

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কেশব রায় চৌধুরী আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ মে দিন ধার্য করেন।

এদিন এটিএম আজহারুল ইসলামসহ ১৪ জন আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। মামলায় দেলোয়ার হোসেন নামে শিবিরের এক নেতা শুরু থেকে পলাতক।

উল্লেখ্য, ২০১০ সালে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে এটিএম আজহারুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শাহবাগ থানা পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে অভিযোপত্র দেয় পুলিশ।

Advertisement

২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৫ সালের ২৯ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন আজহারুল ইসলাম।

গত বছরের ৩১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

জেএ/বিএ/জেআইএম

Advertisement