ক্যাম্পাস

চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন রেড সিগনালের (আরএস) ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর আগে সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে দুই দফা দাবিতে অবরোধের ডাক দেয় তারা।

Advertisement

আরএস গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার অবরোধ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগামী রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে।

অবরোধ স্থগিতের ঘোষণায় মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও বাস চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী। আর বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন দফতরের পরিচালক আবু তাহের চৌধুরী।

প্রসঙ্গত, পূর্ব ঘটনার জেরে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে আরএস গ্রুপের ডেভেলপমেন্ট স্টাডিজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. আরমান ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এমরান আশিককে মারধর করে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী উপ-গ্রুপ সিক্সটি নাইনের অনুসারীরা। এ ঘটনায় দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেন ফতেয়াবাদ স্টেশনে পৌঁছালে হোস পাইপ কেটে দেয় আরএস গ্রুপের অনুসারীরা। ফলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বিকেল ৫টায় হামলাকারীদের শাস্তি ও চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয় আরএস গ্রুপ।

Advertisement

আবদুল্লাহ রাকীব/আরএআর/জেআইএম