জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন সভাপতি এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Advertisement
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার একেএম আবুল কালাম আজাদ এ ফলাফল ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমর্থক শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ মনোনীত প্যানেল থেকে সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ পদে জয়লাভ করেছে। এছাড়া ১০টি সদস্য পদের ৬ টিতে এ প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছে।
অন্যদিকে উপাচার্য বিরোধী ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ থেকে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে। এছাড়া ৩টি সদস্য পদে জয়লাভ করেছে এ প্যানেলের প্রার্থীরা।
Advertisement
জাবি শিক্ষক সমিতি-২০২০ সেশনের সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন ও কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোতাহের হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে নির্বাচতরা হলেন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে সায়কা, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ইসমত আরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হুসাইন মো. সায়েম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ ১৫টি পদে লড়াই করেন মোট ৩০ জন প্রার্থী।
ফারুক হোসেন/এমএএস/জেআইএম
Advertisement