রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের পাশে নির্মাণাধীন ১৬ তলা ভবনের ১২ তলা থেকে পড়ে ফয়সাল (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
নিহত ফয়সালের চাচাতো ভাই সেলিম বলেন, মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পের পাশে মুসলিম কাবাবের সামনে একটি নির্মাণাধীন ১৬ তলা ভবনের ১২ তলায় মালামাল ওঠানোর সময় ফয়সাল নিচে পড়ে যান। আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামের মৃত সোলেমানের ছেলে নিহত ফয়সাল। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ছয় নম্বর ছিলেন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে।
Advertisement
এআর/জেডএ/এমএস