জাতীয়

সিটি নির্বাচন : ৫ দিনের জন্য আগ্নেয়াস্ত্র প্রদর্শন বন্ধ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে পাঁচ দিনের জন্য লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

সোমবার (২৭ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে ৩ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট পাঁচ দিন লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ থাকবে।

আরও বলা হয়, যারা এ আদেশ লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। তাদের মধ্যে ঢাকার উত্তরে ২৭ প্লাটুন এবং দক্ষিণে ৩৮ প্লাটুন বিজিবি। প্রতি দুটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষিত নতুন তারিখ অনুযায়ী ১ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পিডি/আরএস/এমএস

Advertisement