জাতীয়

ক্লাস-পরীক্ষা বন্ধের যৌক্তিকতা নেই : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্বিগ্ন হয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করার পেছনে কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার দুপুরে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন জাতীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়াসমূহ বিবেচনা করা হচ্ছে। তাদের যে সম্মান মর্যাদা এবং দাবিসমূহ বিবেচনা করা হয় তার সুযোগ তো দেয়া হয়েছে। তাই শিক্ষকদের আহ্বন করবো যে, তাদের উদ্বেগ হওয়ার, ক্ষুদ্ধ হওয়ার বা ক্লাশ না করার, পরীক্ষা না নেওয়ার  কোনো যৌক্তিকতা নেই।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিছু বক্তব্য ছিল। বেতনভাতা যেখানে পাস করা হয় সেই সভায় সিদ্ধান্তও হয়েছে একটি বেতন সমতাকরণ কমিটি গঠনের। এবং এটি সরকার বিবেচনা করার জন্যে দায়িত্ব দিয়ে দিয়েছে কমিটিকে। আমি আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, আলাপ করছি, আপনাদের বিষয়ে সরকারকে অবহিত করছি। আমাদের সরকার সবসময় সমর্থন ও সহানুভুতিশীল । আমি আশা করবো আমাদেরবিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন। এবং কমিটি তাদের দাবি বা পরামর্শ বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।’নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের কলেজের কিংবা স্কুল পর্যায়ের শিক্ষকদের অনেক সমস্যা আছে সেগুলোও আমরা বিবেচনা করবো। আমি সকল শিক্ষকদের কাছে আহ্বান জানাবো যে এই দেশে এই প্রথম প্রায় শতভাগ বেতন বৃদ্ধি পেয়েছে। এভাবে অন্যান্য সেক্টরেও সবাই সুযোগ সুবিধা পাচ্ছেন। এটা যদি আমরা কাজে লাগাই নিশ্চয়ই আমাদের জীবন কিছুটা উন্নত হবে। আর যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের ব্যবস্থা নেয়া হবে। শিক্ষকদের সাথে পরামর্শ করে এই সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য, মঙ্গলবার দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি সেক্রেটারিসহ প্রতিনিধিদের সাথে বিকেল ৩টায় আনুষ্ঠানিক আলোচনা করবেন শিক্ষামন্ত্রী। এমএইচ/এসকেডি/আরআইপি

Advertisement