দেশজুড়ে

এফআইসিএলের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

কুমিল্লায় সাড়ে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামি মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (এফআইসিএল) চেয়ারম্যান শামীম কবিরসহ ১২ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়-কুমিল্লার সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশ বাদী হয়ে সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানায় এ পৃথক দুটি মামলা দায়ের করেন। জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পোটকরা গ্রামের মৃত আলী আক্কাছের ছেলে শামীম কবির ২০০৬ সালের ১জুন জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় হতে ফারইস্ট ইসলামি মাল্টি কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (এফআইসিএল) নামক প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহণ করেন। এরপর তিনি নিকট আত্মীয়সহ স্থানীয় কিছু যুবকদের নিয়ে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট বাজারে কার্যালয় খুলে কার্যক্রম শুরু করেন। পরে ওই কার্যালয়ের নিবন্ধন ঠিকানা সংশোধন করে চৌদ্দগ্রাম উপজেলা থেকে কুমিল্লা জেলা ও পরে চট্টগ্রাম বিভাগের অনুমোদন নিয়ে বিভিন্ন স্থানে অফিস স্থাপন করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ৯ ডিসেম্বর থেকে ২০১২ সালের ১৫ মার্চ পর্যন্ত সময়ে এফআইসিএল কর্মকর্তা-কর্মচারীরা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার শাখার এক হাজার ৯৯২ জন আমানতকারীর কাছ থেকে ১১ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৬৬৬ টাকা ও চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর শাখার এক হাজার ১৭৫ জনের কাছ থেকে পাঁচ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৬০১ টাকা প্রতারণার মাধ্যমে আদায় করে আত্মসাত করেছেন। মামলার বাদী ও দুদক সমন্বিত জেলা কার্যালয়-কুমিল্লার সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশ জানান, এফআইসিএলের চেয়ারম্যান শামীম কবির ও তার লোকজন সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর শাখার আমানতকারীদের কাছ থেকে ১৬ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৬৭ টাকা আত্মসাত করে আত্মগোপন করেছে। এ ব্যাপারে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সোমবার সদর দক্ষিণ মডেল থানায় একটি ও চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পৃথক এ দুইটি মামলায় শামীম কবিরসহ ১২ জনকে আসামি করা হয়েছে।কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

Advertisement