ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলের স্মার্টফোন অপারেটিং সিসটেম অ্যান্ড্রয়েড এর নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন একদল গবেষক। ইসরায়েলের মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম ল্যাবের গবেষকরা জানিয়েছেন, গুগলের অ্যান্ড্রয়েডে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি রয়েছে। একে এ যাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি বলছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের ৯৫ ভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নিরাপত্তা ঝুঁকি মধ্যে রয়েছে। অ্যান্ড্রয়েডের স্টেজফ্রাইট ২.০ বাগ আবারো নতুনভাবে ডিভাইসগুলোতে জায়গা করে নিচ্ছে। এর আগে, গত এপ্রিলে প্রথমবারের মতো স্টেজফ্রাইট অ্যান্ড্রয়েড ডিভাইসে দেখা দেয়। ব্যবহারকারী তার ডিভাইসে গান শোনার জন্য এমপিথ্রি বা এমপিফোর ফাইল চালু করলেও এর মাধ্যমে স্টেজফ্রাইট প্রবেশ করবে। ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিসটেম চালিত ডিভাইস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে।এসআইএস/পিআর
Advertisement