দেশজুড়ে

ভৈরবে পৌর মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

ভৈরব পৌর এলাকার জনৈক কাজী আবুল খায়েরের বিল্ডিং ভাঙচুরের ঘটনায় পৌর মেয়র হাজী শাহীনসহ ১৪ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা হয়েছে। গত রোববার রাতে কাজী আবুল খায়ের বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। বাদীর অভিযোগ মেয়র হাজী শাহিন গত ০১ অক্টোবর অবৈধভাবে তার বসতবাড়ির বিল্ডিংটি ভেঙে দেন। এসময় তারা নগদ ৫২ হাজার টাকাসহ ১৭ লাখ টাকা মূল্যের ৪৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান। বিল্ডিংটি ভেঙে দেয়ায় তার ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা। মেয়র ছাড়াও মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন, হাজী আরশ আলী, রাশিদ মিয়া, আজাদ মিয়া, আনার মিয়া, নাজির হোসেন, জসিম মাস্টার, হোসেন মিয়া, সিদ্দিক মিয়া, সুমন, বাবুল, সেন্টু মিয়া, মো. আলম ও ফারুক।জানা গেছে, আবুল খায়েরের বিল্ডিংটি পৌরসভার অনুমোদনবীহিন রাস্তার উপর অবৈধভাবে নির্মাণ করার অভিযোগে মেয়র তার বিল্ডিংটি ভেঙে দেন। বিল্ডিং ভাঙার তিন দিন পর ভৈরব থানায় তিনি এই মামলাটি দায়ের করেন।এই ব্যাপারে পৌর মেয়র হাজী মো. শাহীন জাগো নিউজকে জানান, কাজী আবুল খায়ের পৌরসভার অনুমোদনহীন পৌর রাস্তায় অবৈধভাবে এই বিল্ডিংটি নির্মাণ করার অপরাধে পৌর আইনে তার বিল্ডিংটি ভাঙা হয়েছে। তিনি বলেন, বিল্ডিং ভাঙার আগে তাকে একাধিকবার নোটিশ প্রদান করা হলেও তিনি এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনস্বার্থে বিল্ডিংটি ভেঙে দেয়া হয়। স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নেয়ার কথা মেয়র অস্বীকার করেন।এ ব্যাপারে কাজী আবুল খায়ের জাগো নিউজকে জানান, আমি আমার পৈত্রিক জায়গায় বিল্ডিং নির্মাণ করেছি। তবে বিল্ডিং নির্মাণের সময় পৌরসভার কোনো অনুমোদন নেননি বলে তিনি স্বীকার করেন।আসাদুজ্জামান ফারুক/এমজেড/পিআর

Advertisement