খেলাধুলা

মিরাজের বোলিং তোপে ফলোঅনে ঢাকা মেট্রো

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পড়ে ফলোঅনে পড়েছে ঢাকা মেট্রো। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় দিনের খেলায় মার্শাল আইয়ুবের সেঞ্চুরি ও শরিফুল্লাহর দায়িত্বশীল ব্যাটিংইয়ের পরও ফলোঅন এড়াতে পারেনি দলটি। ফলে ১৮৪ রানের বড় লিড পায় খুলনা বিভাগ।সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগের দিনের ৪ উইকেটে ৭৪ রান নিয়ে খেলতে নেমে মার্শাল আইয়ুব এবং আসিফ আহমেদের ব্যাটে এগিয়ে যেতে থাকে ঢাকা মেট্রো। কিন্তু মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পড়ে ছন্দপতন ঘটে তাদের। এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর শরিফুল্লাহ একা লড়াই করলেও শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পারেনি দলটি। দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন মার্শাল আইয়ুব। ১৮৯ বলে ১৪টি চার এবং ১টি ছক্কায় এই রান করেন তিনি। আসিফ আহমেদ করেন ৪৭ রান। এছাড়া শেষ দিকে শরিফুল্লাহ ৯৬ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। খুলনার হয়ে মেহেদী হাসান মিরাজ ৬১ রানে ৬টি আর মুস্তাফিজুর রহমান নেন ৩টি উইকেট। এর আগে প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুনের ১৮৬ রানের সুবাদে ৪৫৫ রানের বড় সংগ্রহ পায় খুলনা বিভাগ।আরটি/এমআর/পিআর

Advertisement