খেলাধুলা

হারের পথে চট্টগ্রাম বিভাগ

জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর বিপক্ষে প্রথম দুই দিন এগিয়ে থাকার পর তৃতীয় দিনে তাইজুল ইসলাম ও সানজামুল ইসলামের ঘূর্ণিতে চাপে পড়ে চট্টগ্রাম। দুই স্পিনারের আঘাতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে হারের শঙ্কায় পড়েছে দলটি। চট্টগ্রামের দেয়া ২৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে রাজশাহী। কোন উইকেট না হারিয়ে দিন শেষে ৯৮ রান করেছে তারা। দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকি (৫৩) এবং নাজমুল হোসেন শান্ত (৪৫) মঙ্গলবার সকালে আবার ব্যাটিংয়ে নামবেন। সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৭৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চট্টগ্রাম। দুই স্পিনার তাইজুল ও সানজামুলের বোলিং তোপে পড়ে তারা। দলের হয়ে ইয়াসির আলী সর্বোচ্চ ৬১ রান করেন। ৯২ বলে ১০টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া আগের দিনের সেঞ্চুরিয়ান ইরফান শুক্কুর ১০৮ বলে ৫৫ রান করেন। চট্টগ্রামের সেরা তারকা তামিম ইকবাল প্রথম ইনিংসে ০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হয়েছেন। রাজশাহীর পক্ষে সানজামুল ৩৯ রানে ৩টি এবং তাইজুল ৭২ রানে ৩টি উইকেটে পেয়েছেন।এর আগে প্রথম ইনিংসে চট্টগ্রাম ইরফান শুক্কুরের সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৩৮৩ রান করে। আর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ৩০৮ রান করে অলআউট হয়। আরটি/এমআর/পিআর

Advertisement