দেশজুড়ে

চলনবিলে দুই হাজার হেক্টর কৃষি জমি পানির নিচে

গত কয়েকদিনের টানা ভারি বর্ষণে নাটোরের বড়াইগ্রামসহ চলনবিলের প্রায় দুই হাজার হেক্টর জমির আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এদিকে উঁচু অঞ্চল থেকে নেমে এসে পানি আরো বেড়ে যাওয়ায় হুমকির মুখে রয়েছে কয়েক হাজার হেক্টর জমির বোনা ও রোপা আমন ধান। এছাড়া ডুবে গেছে রোপা আমনের বীজতলাও।সংশ্লিষ্ট কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৭০০ হেক্টর, সিংড়ায় ৫০০, গুরুদাসপুরের ৬০০ ও পাবনার চাটমোহর উপজেলায় ৪৮০ হেক্টর জমির বোনা ও রোপা আমন পানির নীচে তলিয়ে গেছে। জানা যায়, দক্ষিণ চলনবিলের শ্রীরামপুর বিল, সাতইল বিল, চিনাডাঙ্গার বিল, উত্তর চওড়ার মাঠ, হিয়ালার বিল, হুলহুলিয়া বিল, বড়িয়া বিলসহ নিচু এলাকার কিছু অংশে বোনা-রোপা আমন লাগিয়েছিলেন কৃষকরা। কিন্তু গত ১০ দিনের একটানা ভারি বর্ষণে বন্যার পানি বেড়ে যাওয়ায় তলিয়ে যায় এসব এলাকার বোনা-রোপা আমন ধানসহ বীজতলা। তাছাড়া যারা রোপা ধান লাগানোর জন্য জমি তৈরি করে রেখেছিলেন, সে সব জমিও তলিয়ে গেছে। মাঝে মধ্যে কোনো কোনো জমিতে ধান জেগে থাকলেও সেগুলোতে শেঁওলা ধরে পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পুনরায় এসব জমিতে রোপা আমন লাগাতে গেলে চলনবিলের কৃষকদের এবার বীজ সংকটে ভুগতে হবে।নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রহমতুল্লাহ সরকার জানান, বৃষ্টি আপাতত হচ্ছে না। আর বৃষ্টি না হলে বা পানি তেমন না বাড়লে সমস্যা হবে না। তবে যদি বৃষ্টি হলে এসব ধান সাত-১০ দিন পানিতে ডুবে থাকলে নষ্ট হয়ে যাবে। এতে এ অঞ্চলের কৃষকদের কোটি কোটি টাকার লোকসান হবে।

Advertisement