জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের বিপক্ষে মোশারফ হোসেন রুবেলের ঘূর্ণিতে জয়ের সুবাতাস পাচ্ছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে রংপুরের ৬টি উইকেট তুলে ফলোঅনে ফেলার মূল ভূমিকা ছিল মোশারফের। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও মোশারফের ঘূর্ণিতে পড়েছে রংপুর বিভাগ।বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ৯৮ রান নিয়ে ব্যাট করতে নেমে মোশারফের ঘূর্ণিতে ২৪৮ রানের গুটিয়ে যায় রংপুর। ফলে ফলোঅনে পড়ে তারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৫৫ করেছে দলটি। রংপুরের প্রথম ইনিংসে নাসির হোসেন, লিটন দাস এবং শেষ দিকে সোহরাওয়ার্দী শুভ ছাড়া আর কোন ব্যাটসম্যান উইকেটে থিতু হতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন নাসির। ১১৩ বলে ১১টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া লিটন করেন ৫১ রান। আর শেষদিকে সোহরাওয়ার্দী শুভ ৪৫ রান করলেও ফলোঅন এড়াতে পারেনি দলটি। ঢাকা বিভাগের হয়ে মোশারফ হোসেন রুবেল ৮২ রানে ৬টি উইকেট নেন। এছাড়া শুভাগত হোম পান ৩টি উইকেট।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও মোশারফ হোসেন রুবেলের ঘূর্ণিতে পড়ে রংপুর বিভাগ। সাজঘরে ফিরে গেছেন দলের সেরা তারকা নাসির এবং লিটন দাস। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৫৫ করেছে তারা। ইনিংস পরাজয় এড়াতে এখনও ১৪৬ রান প্রয়োজন তাদের। ঢাকা বিভাগের হয়ে মোশারফ হোসেন রুবেল ১৩ রানে ২টি উইকেট নিয়েছেন। অপর উইকেটটি নেন মাহবুবুল আলম। উল্লেখ্য, নাদিফ চৌধুরীর সেঞ্চুরির উপর ভর করে প্রথম ইনিংসে ৪৪৯ রানের বড় সংগ্রহ পায় ঢাকা। আরটি/এমআর/পিআর
Advertisement