বদমায়েশির শাস্তি যেমন হয়স্কুল থেকে বাড়ি ফিরলো ছেলে। কাচুমাচু ভাব দেখে বাবা বলল-বাবা: আজ স্কুলে গিয়ে কোনোরকম বদমায়েশি করিসনি তো?ছেলে: না বাবা, স্যার তো সারা দিন আমাকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রেখেছিলেন। বাবা: বলিস কী?ছেলে: এবার তুমিই বলো, এরপর আর কী করে দুষ্টুমি করি!
Advertisement
****
বক্তৃতা শুনে সবাই হাততালি দিলোরাতে পার্টি শেষে বাসায় ফিরলো স্বামী। প্রসন্ন ভাব দেখে স্ত্রী বলল-স্ত্রী: হ্যাঁ গো, প্রোগ্রাম কেমন হলো?স্বামী: বুঝলে গিন্নি, ক্লাবে আজ আমার বক্তৃতা শুনে সবাই সানন্দে হাততালি দিলো।স্ত্রী: বক্তৃতার বিষয় কী ছিল?স্বামী: খুবই সংক্ষিপ্ত বক্তৃতা। শুধু বললাম, ‘আজকের খাবার বিল মেটানোর ভার আমার!’
****
Advertisement
ওয়েটারের ভুলে খাবার বদলে গেলোঅনেক দিন ধরে দুপুর বেলা একই রেস্টুরেন্টে খাবার খায় রফিক সাহেব। আজ খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তাই ওয়েটারকে ডেকে বললেন-রফিক: এই প্রথম তোমাদের রেস্টুরেন্টে ভালো মানের খাবার পেলাম।ওয়েটার: বলেন কি স্যার?রফিক: হ্যাঁ, তা-ই তো। আজ খাবারটা খুবই টেস্টি ছিল। ওয়েটার: হায় হায়! মনে হয় ভুল করে ম্যানেজার স্যারের লাঞ্চটা দিয়ে দিয়েছি!
এসইউ/এমএস