জাতীয়

করোনাভাইরাস শনাক্তে শাহজালাল বিমানবন্দরে থার্মাল স্ক্যানার

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। এ ছাড়া এই বিমানবন্দরসহ দেশের সব বন্দরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

Advertisement

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং সৌদি আরবে চীন থেকে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ভৌগোলিক অবস্থান এবং চীন থেকে আসা যাত্রীদের কারণে করোনাভাইরাস বাংলাদেশে আসার ঝুঁকি রয়েছে বলে ধারণা করছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।

এমন পরিপ্রেক্ষিতে বিমানবন্দরেরর সবকটি অ্যারাইভেল গেটে স্থাপন করা হয়েছে থারমাল স্ক্যানার। বিদেশ থেকে সব ফ্লাইটে আসা যাত্রীদের বিশেষ করে ঢাকায় চীন থেকে আসা প্রতিদিনের চারটি ফ্লাইটের যাত্রীদের বিশেষ গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। এমনকি শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জাগো নিউজকে বলেন, শাহজালাল বিমানবন্দরে থার্মাল স্ক্যানার করোনাভাইরাস নির্ণয়ের একটি যুগোপযোগী ব্যবস্থা। এ পদ্ধতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা অনেকটা নিরাপদ থাকব।

Advertisement

এদিকে চীনের স্বাস্থ্য কমিশন বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। এর মধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের বেশ কয়েকটি শহরে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে জেনেভায় জরুরি বৈঠক করেছে বিশ্ব স্ব্যাস্থ্য সংস্থা। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা

আরএম/জেডএ/এমএস

Advertisement