জাতীয়

শিক্ষার মূল কারিগর শিক্ষকরা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা যারা শিক্ষা লাভ করেছি তার পিছেনে বাবা-মাসহ সমাজের অনেকের অবদান রয়েছে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি অবদান শিক্ষকদের। তারাই হচ্ছেন আমাদের শিক্ষার মূল কারিগর ও নিয়ামক শক্তি।সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস ২০১৫ জাতীয় উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত শিক্ষক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাহিদ বলেন, আমরা যারা শিক্ষা লাভ করেছি। আজকে বড় বড় ডাক্তার, ইঞ্জিয়ার, কর্মকর্তা, বিচারপতি, রাষ্ট্রনায়ক হয়েছি তার পিছনে আপনাদের অবদান অতুলনীয়। সেজন্য আমি   সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি কর্তৃজ্ঞ প্রকাশ করছি।মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশে শতকরা ৯৯ শতাংশ শিশুকে আমরা স্কুলে নিয়ে আনতে সক্ষম হয়েছি। যদিও আমরা এদের সকলকে ধরে রাখতে পারছিনা। ৯৩ থেকে ৯৪ শতাংশ শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসছে। যার কারণে আমরা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছি। সকল বাধা উপেক্ষা করে আমরা এ কাজটি করছি। গত জানুয়ারিতে প্রতিকূল অবস্থায়ও ৩৩ কোটি বই সাড়ে ৪৪ লাখ শিক্ষার্থীর মাঝে তুলে দিতে সক্ষম হয়েছি।অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েট উপাচার্য অধ্যাপক ড. খালেদা ইকরাম ও রাশেদাকে চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে চার বরেণ্য শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়।এমএইচ/জেডএইচ/আরআইপি

Advertisement