দেশজুড়ে

খোঁজ মেলেনি দুই পর্যটকের

বান্দরবানে রুমা উপজেলার পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে গাইডসহ দুই পর্যটকের খোঁজ মেলেনি এখনও। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন সেনাবাহিনীর পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।নিখোঁজ পর্যটকরা হলেন, আব্দুল্লাহ আল জুবায়ের (জামিল) এবং জাকির হোসেন (মুন্না)। এদের দুইজনের বাড়িই ঢাকার মিরপুরে। আর নিখোঁজ গাইডের নাম হলো মাঙসাই মুরং ম্রো।এদিকে, সোমবার সকালে আদিবাসী গাইডসহ দুই পর্যটককে উদ্ধারের জন্য রুমা বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।পরে তারা উপজেলা প্রশাসনে স্মারকলিপি দেন।রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী জানান,  নিখোঁজ পর্যটকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে  প্রশাসন।স্থানীয় ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে বান্দরবানের রুমা উপজেলার পর্যটন বগালেকের উদ্দেশ্যে দুই পর্যটক গাইড নিয়ে বেড়াতে যায়। ছয় দিনেও রুমা সদরে গাইডসহ পর্যটকরা ফিরে না আসায় স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়।পরে রোববার বিকালে রুমা উপজেলার বগালেকের পর সেপ্রু পাড়ার কাছ থেকে তারা নিঁখোজ হয় বলে জানতে পারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনা জানার পরপরই ওই দিনই দুই পর্যটককে উদ্ধারে মােঠ নামে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।স্থানীয়রা আরো জানান, রুমার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণের সময় পর্যটকদের স্থানীয় প্রশাসনের কাছে নাম এন্ট্রি করার কথা থাকলেও ওই দুই পর্যটক নাম এন্ট্রি না করেই গাইড নিয়ে দুগর্ম পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে যান।আরো জানা যায়, একই তারিখে আরো আট সদস্যর আরেকটি পর্যটক দল বগালেকের পড়ে ঘুরতে গেলে তাদের সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা, স্বর্ণ অলঙ্কারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।# বান্দরবানে গাইডসহ ২ পর্যটক নিখোঁজসৈকত দাস/এআরএ/পিআর

Advertisement