কক্সবাজারের টেকনাফে পিস্তল ও বুলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি নৌকা জব্দ করা হয়। সোমবার উপজেলার স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, সোমবার ভোরে সাবরাং নয়াপাড়া গ্রামে ইয়াবা লেনদেনের খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো. আমিনুল এর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুইটি বোলেটসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। যার মূল্য ৩০ লাখ টাকা। আটকরা হলো, সাবরাং নয়াপাড়া গ্রামের বশির ড্রাইভার (৪৭), একই এলাকার হলি প্রসাদ (৩৫)। ওসি আরো বলেন, ইয়াবা ও অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, টেকনাফ ৪২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর আবু হান্নান খান জানান, ভোরে মিয়ানমার থেকে একটি নৌকা করে ইয়াবা চালান আসার গোপন সংবাদে টেকনাফ বিওপির নায়েক মো. শামশুলের নেতৃত্বে বিজিবির একটি দল ঝিনাপাড়ার নাফ নদীর কিনারায় অবস্থান নেয়। পরে তারা কাছাকাছি আসলে ধাওয়া করে একটি কাঠের নৌকাসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নৌকা থেকে পলিথিন মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্যে ৬০ লাখ টাকা। আটকরা হলো, সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া গ্রামের মো. সাইফুল (২০), একই এলাকার মো. শাহআলম (২২) ও মিয়ানমারের নাগরিক রিয়াজ হোসেন (২১)। তিনি আরো বলেন, ইয়াবাসহ আটক তিনজনকে থানায় সোর্পদ করে মাদক ও বৈদেশিক আইনে মামলা রুজু করে কারাগারে পাঠানো হবে। সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
Advertisement